আজকের রাশিফল

0 0
Read Time:2 Minute, 41 Second

মেষ:উচ্চশিক্ষায় বাঁধা। অর্থের অভাবে হতাশা।কর্মে বাঁধা প্রাপ্ত হলেও উন্নতি। বৃষ:লাগাম ছাড়া কথাবার্তা বিপদ ডেকে আনতে পারে।গৃহে অশান্তি।নতুন কাজের খবর,সুযোগ এলে তাকে কাজে লাগান।লিভার, যকৃৎ সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিন।মিথুন:মাথা ঠাডা করে কাজ করুন।গৃহে ভাতৃ স্থানীয় ব্যাক্তির সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন।গৃহে শুভ অনুষ্ঠান।কর্কট:নিকট কূট প্রতিবেশী হতে সাবধান।নতুন প্রেম প্রণয়।শরীরের কিছু সমস্যা দেখা দিতে পারে।চিকিৎসার প্রয়োজন।জল থেকে সাবধানতা।কর্মের জায়গা বদলি হবার সম্ভাবনা। সিংহ:খরচা বুঝে করতে হবে।গৃহে পূজা পার্বন।উচ্চ শিক্ষার সুযোগ।শারীরিক অবস্থার উন্নতি।ভাগ্য উন্নতিতে বাধা।কন্যা:ভাতৃ স্থানীয় ব্যাক্তির সঙ্গে সুসম্পর্ক।স্ত্রী বা পত্নীর সহিত বিবাহ বিচ্ছেদ বা মামলা।অর্থনৈতিক উন্নতি।রাস্তাঘাটে চলাফেরায় সাবধান হতে হবে।তুলা:আপনার মধুর বাক্যে সব কাজ জয় করতে পারবেন।পারিবারিক ব্যাবসায় আজ বাধা।উচ্চ শিক্ষার সুযোগ।রক্তপাত ও পায়ে আঘাত থেকে সাবধান।বৃশ্চিক:আজ শুরু হবে দিন সু খবর দিয়ে।মুক্তা, জলজ দ্রব্যে আজ ব্যাবসায় সফলতা।কর্মে বাঁধা পেলেও সফলতা নিশ্চিত।ধনু:আধ্যাতিক চিন্তাধারায় মন কে শান্ত করবে।বয়স্ক ব্যাক্তি গৃহে থাকলে তার প্রতি খেয়াল রাখুন।ভাগ্য আজ সাথ দেবে না।মকর:রাস্তা ঘাটে চলা ফেরায় অতিরিক্ত সাবধানতা।একটু বুদ্ধি করলে সফলতা আসবেই আসবে।বিবাহ জাত সমস্যা দেখা দেবে।কুম্ভঃ আজ বিনিয়োগ না করাই ভালো।নার্ভ এর সমস্যা আসতে পারে।টাকা আটকে থাকলে পেতে পারেন।মীন:জলযান,নদী,বা জল থেকে সাবধান।গৃহে সমস্যা।শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসা করুন।ভাগ্য আজ সাথ দেবে। jyotirmoyee Deboshree 9051415423,7044670174,jyotirmoyeedeboshree.co.in

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!