অধরা খৈয়াম
Read Time:42 Second
নিউজ ডেস্ক: কভি কভি’, ‘উমরাও জান’-এর সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর হাসমি প্রয়াত। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সোমবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত ১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানান চিকিৎসকেরা। প্রসঙ্গত রবিবারই ৯২ বছরে পা দেন খৈয়াম।