দু’দিনের টানা বৃষ্টিতে জলের তলায় আরামবাগ
অভিজিৎ মুখার্জী, হুগলী : দু দিনের টানা বৃষ্টিতে জলের তলায় আরামবাগের কয়েক হাজার হেক্টর কৃষি জমি। বিধায়কের কৃষিজমি জলের তলায় থাকায় রাজনৈতিক টানাপোড়েন। অসহায় চাষীদের ক্ষোভ প্রকাশ। নিকাশি খাল সংস্কারের দাবি। খাল সংস্কার না হওয়ায় ও উপযুক্ত মাস্টারপ্ল্যান না থাকায় প্রতিবছর আরামবাগের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। কয়েক হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হয় বর্ষায়। সাধারণ মানুষজনের দাবী ১০০ দিনের কাজেও খাল সংস্কার করা হয়নি।
অভিযোগের তীর প্রাক্তন ও বর্তমান শাসক দলের দিকে। বর্তমানে আরামবাগ-বর্ধমান ভায়া পহলানপুর রাস্তা সংস্কারের কাজ চলছে। বাদ সেধেছে দু দিনের টানা বৃষ্টি। ফলে বর্ধমান জেলার উঁচু অংশের জল হুগলির আরামবাগের এই এলাকায় ঢুকেছে। এখনো কিন্তু ডিভিসি জল ছাড়েনি। তার আগেই এলাকায় সমস্ত কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। আরামবাগ বর্ধমান রাস্তার উপর জল উঠেছে ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস ছোট গাড়ি পারাপার করছে।
যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় রাজনৈতিক কাজ শুরু হয়েছে। আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার বাড়ি এই এলাকার বলুন্ডী গ্রামে। আরামবাগের বিধায়কের কৃষিজমিও জলের তলায় চলে গিয়েছে। বিজেপির অভিযোগ বাম আমলেও এলাকার খালের কোন সংস্কার হয়নি।
অন্যদিকে তৃণমূল বিধায়কের এলাকায় কিছু উন্নয়ন করেননি সংস্কার হয়নি খাল।
আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, আমরা তো ম্যাজিক জানিনা। আমরা ম্যাজিসিয়ানও নই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ এনে দেব। বামেরা ৩৪ বছরেও পারেনি আর আমরা সাত বছরে কি করবো। প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা আছে।