যুবতীকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কোপালো যুবক
Read Time:48 Second
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বালির পর এবার বেলুড়ে। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়ার বেলুড় স্টেশনে এক যুবতীকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপায় এক যুবক। তাকে বাধা দিতে এলে আরো দুই যুবক জখম হয়। জখমদের বেলুড় শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবককে গ্রেফতার করেছে বেলুড় জিআরপি। তবে জিআরপির প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। কারন তাঁর কথার মধ্যে প্রচুর অসঙ্গতি ছিল। এই ঘটনায় আপাতত আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা।