রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির
Read Time:1 Minute, 9 Second
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রক্তদান জীবন দান। দৈনন্দিন জীবনে রক্তের ঘাটতি এবং রক্ত সংকট মেটাতে সোমবার বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ অসংগঠিত ট্রেড ইউনিয়ন সেলের তরফে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার, পি এ টি ইউ সি এর জেলা কনভেনার শ্যামসুন্দর সাহা, বিজেপি জেলা কমিটির সম্পাদক ফনিভূষণ মাহাতো, বুনিয়াদপুর মণ্ডল কমিটির সভাপতি সুপ্রিয় দত্ত সহ আরো বিশিষ্টজনেরা। এ বিষয়ে বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন রক্তদান মহৎ দান তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে যে কোন সংগঠনের মাধ্যমে হোক না কেন রক্তদানে এগিয়ে আসতে হবে সকলকেই।