রাজীব গান্ধীর জন্মদিনে বিশেষ জনসংযোগ যাত্রা সারলো প্রদেশ কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে বিশেষ জনসংযোগ যাত্রা সারলো প্রদেশ কংগ্রেস। সকালে মেয়ো রোড থেকে প্রদেশ কংগ্রেস ভবন পর্যন্ত একটি মিছিল করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আধুনিক ভারত গড়তে রাজীব গান্ধীর বার্তা মানুষের মধ্যে পৌছে দিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সদ্ভাবনা যাত্রা নামে একটি মিছিল করে। যে মিছিলে প্রয়াত প্রধানমন্ত্রীর আধুনিক ভারত নিয়ে তার চিন্তাভাবনার প্রচার করাহয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেন, কংগ্রেস দেশের মানুষের জন্য ভাবতে পারেন।
কংগ্রেস দেশের জন্য আত্মত্যাগ করতে পারেন। ধর্মের নামে কংগ্রেস মানুষের মধ্যে ভাঙন রুখতে কাজ করবে বলে জানান সোমেন মিত্র। বর্তমান সময়ে একটি রাজনৈতিক দল দেশে ভাঙন ধরাচ্ছে। তা আটকাতেই প্রদেশ কংগ্রেস মঙ্গলবার কলকাতায় সদ্ভভাবনা যাত্রা করেছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিধানভবনে বিশেষ কর্মসূচী নেয় প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সদর দফতরে প্রয়াত প্রধানমন্ত্রীর ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।