সেতুর দাবিতে পথ অবরোধ
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ পাকা সেতুর দাবি জানিয়ে বংশীহারী মহিপাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জামার এলাকায়। এলাকা সূত্রে জানা যায় এই নিয়ে তিনবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পাকা সেতুর দাবি জানিয়ে। কিন্তু প্রশাসনের তরফ থেকে খুব শীঘ্রই পাকা সেতুর করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত সেটা পূরণ করেনি প্রশাসন এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং সেই কারণে আবারো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। এলাকায় বেশ কয়েকটি গ্রাম এবং দুটো স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এই ব্রিজের উপর দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ঐ যাতায়াত করতে হচ্ছে এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ লোকজনদেরও। বেশ কিছু বছর আগে এই গাড়ির উপরে লোহার প্লেয়ার বসিয়ে তার উপরে বাস বিছিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এ সেতুর উপর দিয়ে এমনই বক্তব্য এলাকার বাসিন্দাদের । অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও বেশ কয়েকবার খুব শীঘ্রই পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বছর পেরিয়ে গেলেও পূরন হচ্ছে না সেই প্রতিশ্রুতি।এ বিষয়ে বংশীহারী ব্লক ডেভলপমেন্ট অফিসার তথা বিডিও সুদেষ্ণা পালের সাথে কথা বলা হলে তিনি কোন প্রতিক্রিয়া দেননি।