৫ লক্ষ টাকা চেয়ে হুমকি কৃষ্ণপুরের এক ব্যবসায়ীকে
Read Time:1 Minute, 15 Second
নিউজ ডেস্ক: পাঁচ লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি এক ব্যবসায়ীকে। সোমবার রাতে কৃষ্ণপুর মোড় এলাকায় ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসায়ী সজল লায়েককে এই হুমকি দেওয়া হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি এবং তার এলাকাবাসি। তিনি জানান যে সোমবার রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎই তার দোকানে সামনে বোমা ফাটায় কয়েক জন দুষ্কৃতী। বোমার শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন দোকানের সাইন বোর্ডে বোমার দাগ লেগে রয়েছে। কিছুক্ষণ পর একটা উড়ো ফোন আসে সেখানে তাকে ৫ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি! তারপরই এই বিষয়টি নিয়ে পুলিশকে জানায় ওই ব্যক্তি। ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। এহেন ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।