বেলুড়ে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
Read Time:55 Second
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় বেলুড় স্টেশনের রেল লাইনের ধারে ডোবার মধ্যে। ওই উদ্ধার হওয়া মৃত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়। চাঞ্চল্যের কারণে ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এবং জিআরপি পৌঁছায়। অকুতস্থল পরিদর্শনের পর পুলিশের প্রাথমিক অনুমান যে ট্রেনের পোস্টে বাড়ি খেয়ে লাইনের ধারে পড়ে যায়। তারপর ওই যুবকের মৃত্যু হয়। যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার পরিচয় জানার জন্য পুলিশ ও জিআরপি তদন্ত শুরু করেছে যৌথভাবে।