৭৫% লিভার নষ্ট হয়ে গিয়েছে,বাকি ২৫% লিভারের উপর নির্ভর করে বেঁচে রয়েছি- বচ্চন
নিউজডেস্ক- শোলে, কুলি, মর্দ, ডন ছবির সিকোয়েন্স মনে পড়লেই শরাবী ছবির অমিতাভকে মনে পড়ে যায়। শুধু দেশ জুড়ে তার অসংখ্য অনুগামী নয়, বিদেশেও রয়েছে অগনিত ভক্ত। আর তাদেরই উদ্যেশ্যে এক অনুষ্ঠানে তুলে ধরলেন এক বড় দুঃসংবাদ। তার ৭৫% লিভার নষ্ট হয়ে গিয়েছে। আর বাকি ২৫% লিভারের উপর নির্ভর করে তিনি জিবীত রয়েছেন। নিজেকে এমন উদাহরণ হিসাবে তুলে ধরলেন এক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে। তার সাথে সকলকে স্বাস্থ্যের খেয়াল রাখার বার্তা দিলেন শাহেনশা নিজেই। বয়স ৭৬ বছর হলেও সামাল দিয়েছেন প্রচুর কঠিন পরিস্থিতিকে। এমনকি হেপাটাইটিস -বি থেকে শুরু করে যক্ষার মত কঠিন রোগের শিকার হয়েছেন। প্রসঙ্গত, অমিতাভ বচ্চন অনেক বছর ধরেই সরকারি প্রচার সহ স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের সাথে যুক্ত। তাই এবার নিজেকে উদাহরণ হিসেবে জনসচেতনতায় নেমে পড়লেন নিজেই। উক্ত অনুষ্ঠানে যক্ষার মত রোগের কথা উল্লেখ্য করেছেন।