রাজা রামমোহন কলেজে সাংসদ অপরুপা পোদ্দারকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান এবিভিপি’র
প্রিয়া করাতি- খানাকুলের রাজা রামমোহন কলেজে হামলা করার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের গ্রেপ্তারের দাবি তে কলেজে ব্যাপক বিক্ষোভ দেখালেন এ বি ভি পির ছাত্র রা। পাশাপাশি কলেজে অধ্যক্ষের সাথে পরিচালন সমিতির সভাপতি তথা আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের এই বিষয়ে বৈঠক চলাকালীন তারা বিক্ষোভ দেখান। বৈঠক যতক্ষন চলে ততক্ষনই তারা বাইরে বিক্ষোভ ও স্লোগান দেয়, পরে বৈঠক শেষে তিনি বেরিয়ে আসা মাত্রই তাকে দেখে ফের গোব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হয়। প্রবল বিক্ষোভ দেখেও বিচলিত হন নি তিনি। বিক্ষোভ চলা কালীন অপরূপা বলেন,আইন আইনের পথেই চলবে। যারা কলেজে হামলায় জড়িত তারা নিশ্চিত শাস্তি পাবে। আর গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখায়, উল্লেখ্য যে,গত সোমবার বহিরাগত কিছু দুষ্কৃতী কলেজে ঢুকে হামলা চালায়। এবি ভিপির কয়েক জনকে মারধর করে হামলা কারীরা। তাতে অভিযুক্ত হয়ে পড়ে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী রা। সেই ঘটনার প্রতিবাদেই ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার কলেজে বৈঠক চলা কালিনই এই বিক্ষোভ চলে।