নির্মিয়মান বহুতলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক শিশুর
Read Time:51 Second
নির্মিয়মান বহুতলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক শিশুর। গুরুতর আহত জখম আরো এক। ঘটনাটি ঘটেছে শিবপুর থানার অন্তর্গত কুন্ডল বাগান এলাকায়। বহুতলের একটি লোহার রডের সাথে জড়ানো ছিল বিদ্যুৎ এর তার। সেখানেই খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় দুজন। খবর পেয়ে আসে শিবপুর থানার পুলিশ। কেন বিদ্যুৎ এর তার লোহার রডের সাথে জড়ানো ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এটা কোন চক্রান্ত নাকি অন্য কোনো কারন রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর পলাতক প্রমোটার।