রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সোনারপুরে
Read Time:1 Minute, 23 Second
নিজস্ব প্রতিনিধি- রাস্তার হাল বেহাল! সোনারপুরে কামালগাজি রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই অবস্থা বেহাল রাস্তার। অভিযোগ জানানো হয়েছে একাধিকবার। মেলে প্রতিশ্রুতিও। কিন্তু কাজ এগোয়নি কিছুই। বরং বর্ষায় আরও খারাপ অবস্থা হয় রাস্তার। প্রতিবাদে বুধবার সকাল থেকে সোনারপুর কামালগাজি রাস্তা, তেঘরিয়া মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সকাল আটটা থেকে শুরু হয়েছে অবরোধ।
যানজটে নাকাল নিত্যযাত্রীরা।বুধবার সকাল থেকে তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে, সঙ্গে উন্নত করতে হবে এলাকার নিকাশি ব্যবস্থাও। এই জল পেরিয়েই স্কুল-কলেজ, অফিসে যেতে হয় এলাকাবাসীদের। অল্প বৃষ্টিতেই জমা জলে নাকাল হতে হয় তাঁদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।