পুরপিতা গৌতম হালদারের উদ্যোগে গোষ্ঠ পালের জন্মবার্ষিকী পালিত হল

0 0
Read Time:2 Minute, 9 Second

গীতা মণ্ডল- বাঙালী মানেই ফুটবল ভক্ত। তবে শুধুই বাঙালীরাই নয় সেই আদিকাল থেকে বাঙালি , অবাঙালী , এমনকি বিদেশীরাও এই খেলাকে প্রাধান্য দিয়ে আসছে ! জানা যায় ভারতবর্ষে যখন বিদেশীরা শাসন করছে তখন থেকেই এই খেলা বাঙালী ও অবাঙালীদের মধ্যে চলত হাড়াহাড়ি লড়াই ! তাই সবার কাছে প্রিয় এই ফুটবল ! আর ফুটবল মানে বাঙালীর কাছে প্রিয় ফুটবলার তিনি হলেন গোষ্ঠ পাল ! যিনি আদিকাল থেকে এখন পর্যন্ত ফুটবল প্রিয় মানুষদের কাছে জনপ্রিয় হয়ে রয়েছেন ! যিনি মোহনবাগানের হয়ে ২৬ বছর ফুটবল খেলেছেন ! বহু ট্রফিও জিতে এনেছেন তিনি হলেন গোষ্ঠ পাল ! তাই তার নাম এখন ভোলেনি ফুটবল প্রিয় মানুষ ! তাই ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উমাকান্ত সেনলেন ও নর্দান এভিনিউ তিন মাথার মোড় এলাকায় তার জন্মদিন পালন করা হয় ! মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং কাউন্সিলর গৌতম হালদারে সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ! সেখানে উপস্থিত ছিলেন গোষ্ঠ পালের উত্তররাধিকারী হিমাংশু পাল , কাউন্সিলর গৌতম হালদার, ৪ নং টিএমসি প্রেসিডেন্ট প্রবীর কুন্ডু এবং গোষ্ঠ পালের কোচিং সেন্টারে ছাত্ররা ! এই অনুষ্ঠানে এসে পুত্র হিমাংশু পাল তার বাবার স্মৃতি তুলে ধরে বলেন ! বাবাকে আজও পর্যন্ত কেউ ভোলেনি ! মানুষের কাছে আজও বাবা বেঁচে রয়েছেন ! এবং আজীবন মানুষের কাছে তিনি চিরজীবনি হয়ে বেঁচে থাকবে !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!