রাস্তার দোকানে ঢুকে সবাইকে চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী, থুড়ি দিদি
Read Time:58 Second
নিউজডেস্ক- এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শেষে রাস্তার ধারে চায়ের দোকানে নিজের হাতে চা বানিয়ে মন্ত্রী, ডি এম, এসপি, এবং চা দোকানের কর্মীকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন এবং নিজেও খেলেন। প্রশাসনের সিকিউরিটি ছাড়াই দোকানে ঢুকে চা খেলেন। এবং চায়ের দোকানে বসে থাকা গ্রামবাসীদের সাথে আলাপচারিতা সারেন। নিজের হাতে চা বানিয়ে দোকানদার কর্মীসহ মন্ত্রী-আমলাদের খাওয়া না তাও আবার রাস্তার ধারে ফুটপাতের দোকানে একপ্রকার নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক মহল।