কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের
Read Time:1 Minute, 22 Second
নিউজডেস্ক- গত একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইমরান খানকে ফোন করে এই প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, কাশ্মীর নিয়ে অবিলম্বে আলোচনায় বসুক ভারত ও পাকিস্তান। প্রয়োজন হলে আমেরিকা সেই আলোচনায় মধ্যস্থতা করতে রাজি। মোদী ও ইমরানের সাথে ফোনালাপের পরে ট্রাম্প সংবাদমাধ্যমকে জানান, “ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে এখন প্রবল সমস্যা চলছে। দুই দেশই আমাদের পরম বন্ধু। কিন্তু বর্তমানে ওরা একে অপরের বন্ধু নয়। আমেরিকা এই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠিক করার জন্য্য চেষ্টা চালিয়ে যাবে”।