নজিরবিহীন নাটকের সমাপ্তি, গ্রেফতার চিদাম্বরম
প্রতিভা নাথ- বুধবার রাতে টানটান উত্তেজনা মধ্যে দিয়ে অবশেষে গ্রেফতার হল দেশের প্রাক্তন কেন্দ্রিয় অর্থ মন্ত্রী পি চিদাম্বরম। বুধবার রাতে জোড়বাগের বাড়ি থেকে চিদাম্বরম কে সাথে নিয়ে সিবি আইয়ের গাড়ি পৌছোয় তাদের সদর দফতরে। বৃহস্পতিবার বেলার দিকে আদালতে পেশ করা হবে তাকে। সুত্রের খবর আই এন এক্স মিডিয়া ও এয়ারসেল ম্যাক্সিস কান্ডে প্রায় ৪ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এ সিবি আই এফ আই আর দায়ের করেছে। এদিন কংগ্রেসের সদর দফতরের সাংবাদিক সম্মেলনে ও তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। শুধু একটি বিবৃতি পেশ করেন। সেটি দিয়েই তিনি চেয়ার ছেড়ে চলে যান। এরপর তার জোড়াবাগের বাংলোয় শুরু হয় আর এক প্রস্থ নাটক। বাসভবনের মেন গেট বন্ধ থাকায় পাচিল টপকে ভিতরে ঢোকেন সিবি আইয়ের আধিকারিকরা। এর পর সেখানে পৌছান ইডি র অফিসারেরা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে গ্রেফতার করা হয় চিদাম্বরমকে। আগামিকাল রাজীব গান্ধির জন্মবার্ষিকী রয়েছে দিল্লিতে। সেই সুত্রেই গোটা দেশের বহু মানুষ কংগ্রেস এর সদর দফতরে ভিড় করেছিলেন। সিবি আই চিদাম্বরমএর বাড়িতে পৌছেছে জানতে পেরে তাদের একটি বড় অংশ সেখানে যায়। ভিতরে বৈঠক চলাকালীন বাইরে কংগ্রেস সমর্থক রা ক্ষোভ উগড়ে দেয়। তার ই মধ্যে দয়ে সিবি আই চিদাম্বরম কে নিয়ে বেরতে থাকে। কেউ কেউ সেই বনেটের উপর ঝাপিয়ে পরে। কেউ আবার গাড়ির সামনে শুয়ে পরে। দিল্লি পুলিশ তাদের আটকায়।
সিবি আইয়ের দফতরে ও ভিড়ের ভয়ে গাড়ি পিছনের দিক থেকে ঢোকানো হয়
রাতভর জেরার পর আদালতে পেশ করা হবে আজ বেলার দিকে।
তাকে ১৪ দিনের হেফাজতে রাখানোর আর্জি জানানো হতে পারে।