সিটি সেন্টারের পেছনে গাঁজা গাছ উদ্ধার
Read Time:37 Second
নিজস্ব প্রতিনিধি- নিউ টাউন সিটি সেন্টারের পিছনে নির্জন একটি জায়গায় চায়ের দোকানের কাছে হিডকো জমিতে পাঁচটি বড় বড় গাজা গাছ বসিয়েছিল কেউ বা কারা।সেখানে প্রায়ই অসামাজিক কাজকর্ম চলত স্থানীয় কাউন্সিলর এর কাছে বিভিন্ন অভিযোগ আসতো কাউন্সিলর নিউটাউন থানায় জানিয়ে সেই গাছগুলোকে আজকে কেটে ফেলল আজিজুল হোসেন মন্ডল।