ভাণ্ডারটিকুরীর প্রাচীন মেলায় ভক্তদের ভীড়
Read Time:56 Second
নিজস্ব প্রতিনিধি- পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ভান্ডারটিকুরী ব্রহ্মানি তলার প্রাচীনকালের মেলাকে ঘিরে ভিড় জমে উঠেছে। এই মেলায় কর্মব্যস্ততার মধ্যে জাহান্নগর অঞ্চলের প্রধান দিদিকে বল প্রচারের মাধ্যমে জনসংযোগ করলেন। এই জনসংযোগ প্রচারে উপস্থিত ছিলেন জাহান্নগর অঞ্চলের প্রধান সুভাষ ঘোষ, অঞ্চল সভাপতি দীপাঞ্জন চক্রবর্তী, যুব সভাপতি উৎপল বণিক ও আরো অনেকে। পরবর্তীকালে সান্ধ্যকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল।