রানাঘাটের সেই রানু বলিউডে প্লে-ব্যাক করলেন হিমেশের পরিচালনায়
Read Time:1 Minute, 23 Second
নিউজডেস্ক- গত মাসের কুড়ি তারিখ প্রথম সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল রানাঘাটের রানু মণ্ডলের গান। ‘ভিখারিণী’ রানু মন্ডলের কণ্ঠে লতা মঙ্গেশকরের ‘পেয়ার কা নাগমা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সারা দেশের মানুষের প্রশংসাকুড়িয়েছিল রানুর সেই গান। ভিখারিণী রানু এবার তার প্রতিভার যোগ্য সম্মান পেলেন। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার পরিচালনায় বলিউডে নিজের প্রথম প্লে-ব্যাক সেরে ফেললেন রানু। হিমেশ নিজে তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রানুর গান রেকর্ডিং-এর সেই ভিডিও। সূত্রের খবর, ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ নামক একটি ছবির জন্য গান গেয়েছেন রানু। গানের নাম ‘তেরি মেরি কাহানি’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমন খানকে।