বিয়ের ছয় মাসের মধ্যে পনের বলি গৃহবধূ
নিজস্ব প্রতিনিধি- বিয়ের ছয় মাসের মধ্যে পনের বলি গৃহবধূ। মৃতার নাম অনন্যা কোলে।
গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর এলাকার বোষ্টমপাড়া লেনে। এই ঘটনায় মৃতার পরিবার খুনের অভিযোগ তুলেছেন শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। তাদের দাবি প্রয়োজনমতো টাকা না দিতে পাড়ার জন্যই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তার মেয়েকে। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা মৃতার স্বামী সঞ্জু রায় কে। মৃতার পরিবার সূত্রে জানা গেছে ৬ মাস আগে শিবপুরের বাসিন্দা সঞ্জুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে সদ্য আঠারোর অনন্যা। অভিযোগ, বিয়ের এক মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় অনন্যার উপর। কারণে অকারণে বাপের বাড়ি থেমে টাকা চেয়ে পাঠানো হতো। না দিলে চলতো অকথ্য অত্যাচার ও আরো বেশি মারধরের হুমকি দেওয়া হতো। মাস তিনেক আগে ছেলের বাড়ির দাবি মিটিয়ে পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও অত্যাচার থামে নি। দিন সাতেক আগে ফের অনন্যা কে মারধর করে টাকা চাওয়া হয়। আর টাকা দেওয়া দিতে তাদের অপারগতার কথা জানায় মৃতার বাপের বাড়ির পরিবার। এর পরেই গত রাতে মৃত্যুর খবর আসে অনন্যার। জানানো হয় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যদিও মৃতার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অনন্যা কে। শিবপুর থানার পুলিশ মৃতার শ্বশুর ও স্বামী কে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।