অটল বিহারি বাজপেয়ী স্মৃতি কাপ আয়োজিত হল বাঁশবেড়িয়াতে
প্রিয়া করাতি- বাঁশবেড়িয়া বিজেপি কর্মিবৃন্দ দের পরিচালনায় এই প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গিয় অটল বিহারি বাজপেয়ি স্মৃতি কাপের আয়োজন করা হয়েছিলো বাঁশবেড়িয়াতে। আমন্ত্রনমূলক আট টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বাঁশবেড়িয়া হংসেশ্বরি রোডের কিশোর সংঘের ফুটবল মাঠে।আজ বিকেলে ফালনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেলো।অংশ গ্রহন করেন কিশোর সংঘ বাঁশবেড়িয়া বনাম বাঁশবেড়িয়া স্পোটিং এসোশিয়েসান।প্রথমে এখানে উপস্হিত অথিতিরা দু দলের খেলোয়ারদের সাথে পরিচিতি হবার পর পায়রা উড়ানোর পর শুরু হয় ফাইনাল খেলা।এখানে উপস্হিত ছিলেন ফুটবলার কল্যান চৌবে, হুগলি জেলা সভাপতি সুবির নাগ,এছাড়া স্হানীয় ও জেলা নেতৃবিন্দরা।এই খেলায় কিশোর সংঘ জয়লাভ করেন।খেলার শেষে উপস্হিত অথিতিরা দু দলের খেলোয়ার দের হাতে পুরুস্কার তুলে দেন।খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক উপস্হিত হয়েছিলেন।