হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত শেওড়াফুলী স্টেশন
Read Time:1 Minute, 22 Second
প্রিয়া করাতি- রেল হকার উচ্ছেদ অভিযানে ব্যাপক মারের অভিযোগ শেওড়াফুলি র আর পি এফের বিরুদ্ধে। হুগলীর শেওড়াফুলী স্টেশনে রেল হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয় কয়েকদিন আগে। সেই নিয়ে শনিবার সকাল থেকে প্লাটফর্ম চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল প্রভাবিত হকার ইউনিয়নের সদস্যরা। এ বিষয়ে স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি দিতে যান সংগঠনের নেতারা। অভিযোগ রেল অবরোধ করা হয়েছে এই অজুহাতে সেই সময় হঠাৎ ই আর পি এফ বাহিনী এসে তাদের ওপর বেধরক মারধোর শুরু করে। ঘটনায় আহত হন হকার থেকে সাধারন যাত্রী অনেকেই। ঘটনার পর বিক্ষোভ চরম আকার নেয়। স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। তাদের অভিযোগ সাধারন রুটি রুজির টানে হকারি করতে এসে প্রায় প্রতিদিনই হেনস্থা হতে হয় তাদের। এর সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন হকার সংগঠনের।