হাতির হানায় সন্ত্রস্ত আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার:- হাতি হানা দিয়ে ভেঙে দিল ৫ টি পৃথক ঘর । হাতি হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্ৰস্থ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার বাসিন্দারা। জেলার প্রতিনিয়ত মাদারিহাটে কোথাও না কোথাও হাতির হানার ঘটনা ঘটছে গতকাল রাতেও জলদাপাড়া জঙ্গল থেকে একটি বিশাল দাঁতাল হাতি মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ঢুকে পড়ে, ঢুকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কৃষ্ণা নায়েক, কিশোর মঙ্গর, কৃষ্ণা প্রধান, সুকুরাম উরাও ও চারুয়া উরাও -এর ঘর ভেঙ্গে তছনছ করে দেয় পাশাপাশি ঘরে মজুত রাখা চাল,আটা শাকসবজি খেয়ে সবার করে দেয় দাঁতাল টি । ঘরের আসবাপত্রও নষ্ট করে দেয় ।
ক্ষতিগ্রস্ত রোহিত প্রধান জানান, গত কাল রাত ৮ টা নাগাদ এলাকায় বিশাল একটি দাঁতাল হাতি এলাকায় ঢুকে ৫ টি বাড়ি ভেঙে দিয়েছে । বন দফতরে কেউ আসেনি এলাকায় । আমার আতঙ্কিত । বন দফতর সূত্রে খবর, “ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতি পূরণ দেওয়া হবে ।”