বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াল ফেথ হোপ চ্যারিটি ট্রাস্ট
Read Time:1 Minute, 18 Second
পূর্ব মেদিনীপুরের-গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতি হয়েছে খুব ঘরবাড়ি র, এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুর জেলার ফেথ অ্যান্ড হোপ চ্যারিটি ট্রাস্ট সংস্থা, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিরপল, এছাড়াও দৈনন্দিন জীবনযাত্রার জন্য ছাতা দিলেন এই সংস্থা, এই সংস্থার এক্স সমাজসেবী ইউনুস আলী জানান আমি প্রত্যেক বছরই এরকম সমাজসেবামূলক কাজ করে থাকি এছাড়াও বহু এলাকায় ছাত্র-ছাত্রীদের ভারী বৃষ্টিপাতের মধ্যেও স্কুলে যেতে যারা যেতে পারে তাদের জন্য ছাতা দেওয়া এমনকি দৈনন্দিন কাজের মধ্যে যুক্ত যারা দিন আনে দিন খায় তাদের জন্য এইসব পরিষেবা দিয়ে থাকি, এইদিন 1000 টি পরিবারকে ত্রিপল ছাতা দান করা হয়।