মহাসমারোহে জন্মাষ্টমী পালিত হল বাগনানে
Read Time:42 Second
নিজস্ব প্রতিনিধি- শ্রীকৃষ্ণের আবির্ভাব, জন্মাষ্টমীকে কেন্দ্র করে হিন্দু সংহতির বাগনান শাখার( হাওড়া জেলা) উদ্যোগে মহাসমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। শুক্রবার, ২২/৮/১৯ এ দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন করা হলো। ২০০ জন দরিদ্র ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। একজন ক্যান্সারে আক্রান্ত যুবককেও(অল্প হাতা গোটানো ফুল শার্ট পরা যুবকটি) আর্থিক সাহায্য করা হলো