হুগলী জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে পালিত হল জন্মাষ্টমী উৎসব
Read Time:47 Second
প্রিয়া করাতি- হুগলী জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মহা সমারোহে পালিত হল জন্মাষ্টমী। হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিনের এই জন্মাষ্টমী উৎসবে উপস্থিত ছিলেন। এদিন জন্মাষ্টমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রারও আয়োজন করেছিল হুগলী জেলা বিশ্ব হিন্দু পরিষদ। এদিনের এই উৎসব থেকে চুঁচুড়া বালিকা বানী মন্দির বিদ্যালয়ের মিডডে মিল প্রসঙ্গে লকেট জানান, “মিডডে মিলে যারা কাটমানী খেয়েছে তাদের প্রকৃত শাস্তি হওয়া প্রয়োজন”।