অবহেলাতে নষ্ট হচ্ছে কর্ণসুবর্ণ অধিনস্থ বৌদ্ধ ভগ্নাবশেষ
কর্ণসুবর্ণ,মুর্শিদাবাদঃ– চিনা পর্যটক হিউয়েন সাঙ সমস্ত উত্তরভারত ও বুদ্ধগয়া ভ্রমণ করে যখন গৌড়ের কর্ণসুবর্ণে আসেন তখন তিনি কর্ণসুবর্ণের বিখ্যাত রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে দেখেছিলেন, তাঁর ভ্রমণবিবরণীতেও সে কথা –‘ Beside the capital was the Lo-to-wei chih monastery,a magnificent and famous establishment “, এই লো-টো-উই আসলে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহার, যে বৌদ্ধবিহারে দশটি সংঘরামে চার হাজারেরও বেশি বৌদ্ধসন্ন্যাসী বাস করতো। যার প্রভাব ছিল কিছু দূরের বৌদ্ধধর্মে প্রভাবিত সালার( সাল্য গ্রাম) ও কাগ্রামে ( কঙ্কগ্রাম)। বৌদ্ধবিহারে ভগ্ন দেওয়াল ও একটি কুয়োর ভগ্নাবশেষও দেখা যায়। সেখান থেকে পিছিয়ে এলে রাক্ষসী ডাঙা, এক সময়ের বৌদ্ধ তন্ত্রাচারী সন্ন্যাসিনীরা বাস করত। যার একটি সন্ন্যাসিনীকে মুসলিম রাজত্বের আমলে পীর তুরকান হত্যা করেছিলেন। কথিত আছে, কজঙ্গল ভ্রমণরত গৌতম বুদ্ধ কর্ণসুবর্ণতেও এসেছিলেন বৌদ্ধধর্ম প্রচারে, পরে মৌর্যসম্রাট অশোক রাক্ষসী ডাঙাতে চারটি বৌদ্ধস্তুপ বানিয়েছিলেন,কিন্তু বর্তমানে সমস্ত অঞ্চলটি অবহেলাতে পড়ে আছে। স্থানীয় মানুষ এখানে গোরু-ছাগল চড়ায়, কাচা জামা-কাপড় মেলে, তাতে আশংকা করা হচ্ছে ভগ্নাবশেষটির ক্ষতি হওয়ার।