সিঙ্গুর থেকে নবান্ন পদযাত্রার ডাক বামপন্থী ছাত্র সংগঠনের
প্রিয়া করাতি- সিঙ্গুর কে হাতিয়ার করে রাজনীতিতে পুনরায় ঘুরে দাঁড়াতে রাজ্য বামপন্থী ছাত্র ও যুব সংগঠন সিঙ্গুরের প্রকল্প এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সই সংগ্রহ অভিযান শুরু করল। এলাকায় কর্মীদের বাড়িতে রাত্রি যাপন করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়াবেড়ি গ্রামে গিয়ে সই সংগ্রহ অভিযান শুরু করে। এরপর তিনদিন ধরে প্রকল্প এলাকার পাঁচটি মৌজায় বিভিন্ন গ্রামে ঘুরে সই সংগ্রহ করবে। সিঙ্গুরে শিল্প কারখানা তৈরির দাবি, সহ রাজ্যের বেকারদের কর্মসংস্থান ও যোগত্যা অনুযায়ী সব বেকারকে কাজ দিতে না পারলে মাসে 6000/- টাকা বেকার ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে আগামী 12 ই সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, সিঙ্গুরের প্রতারিত জনগণের সাক্ষর চার্জশিট হিসেবে নবান্নের জনগণের আদালতে পৌঁছে দেওয়া হবে। এদিন DYFI এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখ্যার্জী গ্রামে রাত্রিবাস করবে। ‘দিদিকে বলো’ সমতুল্য কর্মসূচীর পাল্টা হিসাবে তিনি বলেন, বামপন্থী সংগঠনই সারাবছর জনগণের পাশে থেকে লড়াই আন্দোলন করে। আমরা মানুষের দরজায় যাই, মানুষের গালমন্দ খেলেও, মানুষের ভালবাসা পাই। এটা আমাদের কোনও পি কে-র কোনো উপদেশ নয়। এটা আমাদের বামফ্রন্ট ইতিহাসের ঘরানার ঐতিহ্যের কাজ। সেই কাজ ধারাবাহিক চর্চার মাধ্যমে করি। সিঙ্গুরের মানুষের দাবি নিয়ে আমরা নবান্ন অভিযান করবো।