বাদু রোড অবরোধ করল বিজেপি
Read Time:1 Minute, 14 Second
নিজস্ব প্রতিনিধি- আজ মধ্যমগ্রাম বাজারের সামনে বাদু রোড খারাপ হওয়ার কারণে বিজেপির তরফ থেকে বাদু রোড অবরোধ করা হয়। অবরোধ চলে প্রায় আধা ঘন্টা ধরে। বিজেপির বক্তব্য দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহালদশা হয়ে পড়ে তার জেরে আজ বিজেপি পক্ষ থেকে রাস্তার জলে মাছ ছাড়া হয় ও ধান গাছ পোঁতা হয়। লোকাল কাউন্সিল এবং পৌরসভাকে একাধিক বার বলেও কোন কাজ হয়নি বলে বিজেপির দাবি। তারপর মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে তবেই অবরোধ উঠে যায়।অপরদিকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বক্তব্য রাস্তাটি তাদের পৌরসভার একটি আর এর মধ্যে নয় সম্পূর্ণ পি ডব্লিউ ডি রাস্তা p.w.d. কে বলা হয়েছে এবং রীতিমত টেন্ডার শুরু হয়ে গেছে খুব শিগগিরই কাজ শুরু হবে বলে দাবি।