স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিদানে হাওড়ার স্কুলের ছাত্রছাত্রীদের ভাল সাফল্য
নিজস্ব প্রতিনিধি- বেশ কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিদ্দির্ষ্ট্ কিছু বিষয়ের ওপর সার্ভে করছে।রাজ্য শিক্ষা দপ্তর এই উদ্যোগ নিয়েছে।সেই অনুযায়ী হাওড়ার বিভিন্ন নামী স্কুল এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে।ঠিক সেরকমই হাওড়ার দাশনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়ও এই সার্ভেতে অংশ নিয়েছে।তাঁদের প্রধান শিক্ষিকার নির্দেশে ওই স্কুলের উচ্চমাধ্যমিকের পাঁচজন ছাত্রী সার্ভে করতে এল হাওড়ার বালিটিকুরী মুক্তরাম দে হাইস্কুলে।ওই স্কুলের দায়িত্বপূর্ণ সহকারি শিক্ষক বিভাস দেয়াশী জানান, ” বেশ কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রজেক্ট সংযোজন হয়েছে।সেখানে তাঁরা নিদ্দির্ষ্ট্ কিছু বিষয়ের ওপর সার্ভে করছে।সেরকমই হাওড়ার দাশনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী আমাদের স্কুলে এসেছে। স্কুলের বিভিন্ন জায়গা তাঁরা ঘুরে দেখছে। আমরা তাদের সবরকম সহযোগিতা করছি। ” সার্ভে করতে আসা ছাত্রছাত্রীদের মধ্যে একজন মৌমিতা মন্ডল জানান, ” আমাদের বাংলা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে।সার্ভে করার জন্য আমাদের দুটি বিষয় বলা হয়েছিল।একটি স্কুল আর একটি গ্রাম।আমরা স্কুলটিকে বেছে নিয়েছি।এই স্কুলে আমরা এখানকার পড়াশোনার মান, ল্যাবরেটরি,পাঠাগার, মিডডে মিল কেমন তা পরিদর্শন করলাম।এখানকার পরাশোনাসহ সমস্তরকম পরিকাঠামো আমাদের কাছে সন্তোষজনক।এই বিদ্যালয়ের সবাই আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেছে।পাশাপাশি শিক্ষা দপ্তরের এই প্রজেক্টের জন্য আমরাও ভাল শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারলাম।”