সীমান্তরক্ষী বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূলের জনপ্রতিনিধি, প্রতিবাদে পথ অবরোধ

0 0
Read Time:2 Minute, 7 Second

নিজস্ব প্রতিনিধি- বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে ঘটনা। হাকিমপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার পিন্টু কুন্ডু ও সত্যজিৎ বিশ্বাস কে গতকাল শনিবার রাত দশটা নাগাদ বাড়ি ফেরার পথে। 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে নিগৃহীত হন দুই জনপ্রতিনিধি ।অভিযোগ বাড়িতে যাচ্ছিলেন সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জোওয়ানরা তাদেরকে হেনস্থা করে। তারপরে তাদের পরিচয় দেখাই তৃণমূলের দুই মেম্বার। কিন্তু বিএসএফ এর সব মানতে নারাজ। তাদের মারধোর করে বলে অভিযোগ‌ ইতিমধ্যে দুই জনপ্রতিনিধি পিন্টু ও সত্যজিৎ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে হাকিমপুর বাসস্ট্যান্ডে প্লাকার্ড মেরে বিএসএফের হাতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি। এর প্রতিবাদে ব্যবসায়ীদের থেকে রাস্তা অবরোধ ও বাস ধর্মঘট করেন স্থানীয়রা। রবিবার দুপুর বারোটা নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর সেনারা এসে গ্রামবাসীদের মারধর করে। অবরোধ তুলে দেয়। প্লাকার্ড ছিরে দেয়। দফায় দফায় গ্রামবাসীদের আক্রান্ত হচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। এর প্রতিবাদে ঘটনাস্থলে স্বরূপনগর থানার বিশাল পুলিশবাহিনী গিয়েছে। ঘটনাস্থলে র‍্যাপ কমব্যাট ফোর্স ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!