ফের শাসনের খামার নাওবাদ গ্রামে চললো গুলি ও বোমা, এলাকায় ব্যাপক উত্তেজনা
Read Time:1 Minute, 14 Second
নিজস্ব প্রতিনিধি- শাসনের খামার নাওবাদ গ্রাম বিভিন্ন সময়ে উঠে এসেছে খবরের শিরোনামে শনিবার রাত নটার পর থেকে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয় চলে বোমাবাজি ও গুলি খামার নাওবাদ গ্রামের সভাপতি মসিয়ারের রহমান ও প্রাক্তন গ্রাম সভাপতি সফিকুলের ইসলামের সাথে এলাকা দখল নিয়ে গণ্ডগোল শুরু হয়।রাত নটা নাগাদ মসিয়ারের নেতৃত্বে কুড়ি থেকে পঁচিশ বোমা ও সাত থেকে আট রাউন্ড গুলি চালানোর অভিযোগ খবর পেয়ে শাসন থানার পুলিশ গেলে মসিয়ারের নেতৃত্ব পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । পুলিশের গাড়ি ভাঙচুরের পর জেলার পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এলাকায় ব্যাপক উত্তেজনা