১৪ দফা দাবি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিল জেলা কংগ্রেস
মালদা, ২৭ আগস্ট : ১৪ দফা দাবি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার সাড়ে ৩টা নাগাদ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয় কংগ্রেসের নেতাকর্মী ও ছাত্র পরিষদের সদস্যরা। এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায়, মালদা জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে দীর্ঘক্ষন তারা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস নেতৃবৃন্দ নিজেদের বক্তব্য পেশ করেন। এরপর তারা ১৪ দফা দাবিপত্র গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেনের হাতে তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, দুর্নীতিতে ভরে গেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।মঙ্গলবার ১৪ দফা দাবি নিয়ে তারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেনকে একটি দাবি পত্র তুলে দেন। তিনি এও বলেন অন্য কেউ এই বিষয়ে এড়িয়ে গেলেও কংগ্রেস ঘটনার প্রতিবাদ করবে। সেই কারণে তারা ১৪ দফা দাবি পত্র তুলে দেন উপাচার্যের হাতে। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করারও দাবি তুলেন তারা। তিনি আরও বলেন, যদি তাদের এই দাবি গুলি মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।