বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত
নিউজডেস্ক- বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। কিছুদিন আগেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সিনেমা মহলে।
প্রসঙ্গত ১৯৩৫ সালের ১৪ই নভেম্বর অবিভক্ত দিনাজপুর জেলায় জন্মগ্রহন করেন নিমু ভৌমিক। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘দাদার কীর্তি’, ‘স্ত্রী’র পত্র’। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ঝোঁক ছিল নিমু ভৌমিকের। ২০১৪ সালের লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সিপিআইমের মহম্মদ সেলিমের কাছে পরাজিত হন নিমু ভৌমিক।
ছবি সৌজন্যে- নিমু ভৌমিক ফেসবুক