প্রতিবন্ধী আইন’ ১৬ কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধী সংগঠনের
মনিরুল হক, কোচবিহার: প্রতিবন্ধীদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কোচবিহার জেলা কমিটি। মঙ্গলবার ১৫ দফা দাবির ভিত্তিতে তারা এই স্মারকলিপি পেশ করে। তাদের মূল দাবী গুলির মধ্যে অন্যতম সরকারী দপ্তর গুলিতে প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী আইন ২০১৬ লাগু করতে হবে। এর পাশাপাশি অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য পৃথক দপ্তর চালু করতে হবে। এছাড়াও প্রতিবন্ধীদের উচ্চ শিক্ষায় ৫ শতাংশ ও চাকুরির জন্য ৪ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এদিনের এই কর্মসূচীর পাশাপাশি বিক্ষোভও দেখায় ওই সংগঠন। সংগঠনের সম্পাদক প্রদীপ ইন্দ্র বলেন, আমরা প্রতিবন্ধীরা আজ নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন যোজনার সুবিধাও আমরা পাচ্ছি না। সাংসদ কোটার এলাকা উন্নয়ন তহবিল অর্থের ১০ শতাংশ ব্যয় করার কথা বলেন তিনি।