প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন পিভি সিন্ধু
Read Time:1 Minute, 14 Second
নিজস্ব প্রতিনিধি- বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর দেশে ফিরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বুধবার সকালে তাদের এই সাক্ষাতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সিন্ধুর এই বিরাট জয়ের জন্য তাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত দু-বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সিন্ধুকে। তবে তৃতীয়বার ফাইনালে সেই ভুল আর করেননি পিভি সিন্ধু। জাপানের নজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ ফলে উড়িয়ে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশে ফিরেছেন সোনার মেয়ে।