রাজ চক্রবর্তীর চেয়ারম্যান হওয়া নিয়ে ক্ষোভ শিল্পী, সাহিত্যিক ও সিনেমাপ্রেমী মানুষের মধ্যে
Read Time:1 Minute, 10 Second
নিউজ ডেস্কঃ- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যস্ততার জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির নতুন চেয়ারম্যান করা হল পরিচালক রাজ চক্রবর্তীকে। গৌতম ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক প্রমুখদের কমিটিতে থাকা সত্ত্বেও তরুণ মুখ হিসাবে রাজকে বেছে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গ্যাছে। যদিও ঘনিষ্ঠ একজন অভিনেতার দাবি, রাজ চক্রবর্তী তৃণমূল ঘনিষ্ঠ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের জন হওয়াতেই তার এই অন্তর্ভুক্তি। যদিও বাংলা সিনেমা সিনেমা প্রেমী নেটিজেনরা এই খবরে তাদের ফেসবুক পেজে ক্ষোভ উগড়ে দিচ্ছে দিনভর। কিছু কবি, লেখক ও শিল্পীরাও সোশাল মিডিয়াতে তাদের বিরূপ অভিমত ব্যক্ত করেছেন।