ইন্ডিয়ান মিউজিয়ামের ডাইরেক্টর রাজেশ পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
নিউজডেস্ক- ইন্ডিয়ান মিউজিয়ামের ডাইরেক্টর রাজেশ পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠল। এর প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্তের শাস্তির দাবিতে মঙ্গলবার ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে বিক্ষোভ দেখাল যাদুঘর কর্মচারী কল্যান সংঘের সদস্যরা। পাশাপাশি অতি শীঘ্র রাজেশ পুরোহিতের পদত্যাগের দাবিও তুলেছে সংগঠনটি।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। অভিযোগ, মিউজিয়ামের এক ইন্টার্ন মহিলা কর্মচারীকে শ্লীলতাহানি করেন রাজেশ পুরোহিত। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই কর্মচারীর পাশে এসে দাঁড়ানযাদুঘর কর্মচারী কল্যান সংঘ। সংগঠনের সভাপতি অমিয় সরকার, সাধারণ সম্পাদক সুনীল ঠাকুর, সহ সভাপতি বিপততরুণ পাত্র সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ ওই মহিলার পাশে দাঁড়িয়ে রাজেশ পুরোহিতে শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেছেন। অভিযুক্তের দ্রুত শাস্তি না হলে আগামীদিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে এদিন জানিয়ে দিয়েছেন যাদুঘর কর্মচারী কল্যান সংঘের নেতৃত্বরা।
ফিচার ইমেজ সৌজন্যে- গোআইবিবো