বালুরঘাটে চিকিৎসকের বাড়িতে চুরি
বালুরঘাট গোপাল সূত্রধর, ২৭ আগস্ট: সাত সকালে ফের চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য বালুরঘাট শহরে। এক চিকিৎসকের বাড়ির জানালার গ্রিল কেটে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বলে জানিয়েছেন ওই চিকিৎসক। ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পর পর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম গোলাম মোর্তজা। তিনি বালুরঘাট ব্লকের কামারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড এলাকায় এক বাড়িতে প্রায় দুই বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। গতকাল তারা একটু তাড়াতাড়ি ঘুমান। সকালে উঠতেই দেখেন বাড়ির সব জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। আলমারির ভেতরে রাখা ১৬ হাজার টাকা ও ১৬ গ্রাম সোনার গহনা নেই। বাড়ির আসবাবপত্রও ছড়িয়ে পড়ে রয়েছে।
ঘটনার খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পর পর শহরে চুরির হওয়ায় আতঙ্কে রয়েছেন শহরবাসী।
এবিষয়ে বাড়ির মালিক চিকিৎসক গোলাম মোর্তজা জানান, কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলেন। সকালে উঠতেই এমন ঘটনা দেখেন। প্রায় এক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যেভাবে বাড়িতে লণ্ডভণ্ড চালানো হয়েছে, তাতে প্রাণহানিও ঘটতে পারত বলে জানান তিনি।
বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে চুরি হল এবং কারা এর সঙ্গে যুক্ত খতিয়ে দেখা হচ্ছে।