বিয়ে নিয়ে চলতে থাকা জল্পনা ওড়ালেন সুশান্ত
Read Time:1 Minute, 20 Second
নিউজডেস্ক- সুশান্ত সিং রাজপুত ও বাঙালী অভিনেত্রী রেহা চক্রবর্তী এই মুহূর্তে প্রবল ভাবে রয়েছেন সংবাদ শিরোনামে। বিটাউনে জোর গুঞ্জন, সুশান্ত আর রেহা নাকি এখন চুটিয়ে প্রেম করছেন। দুজনকে প্রায়ই একসাথে দেখা যাচ্ছে কোথাও না কোথাও। এমনকী
সুশান্তের ২৭ বছরের জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল এই বঙ্গতনয়াকে। এও গুঞ্জন ছিল যে, সুশান্ত আর রেহা নাকি খুব শীঘ্রই তাদের সম্পর্ককে পরিনতি দিতে চলেছেন। এই জুটি তাড়াতাড়ি বিয়ে সেরে নিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তবে এতদিনের এই জল্পনায় জল ঢেলে দিলেন সুশান্ত নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছেন, এই মুহূর্তে তিনি শুধু কেরিয়ারের দিকে নিজের ফোকাস ধরে রাখতে চাইছেন। এখনই বিয়ে করার কোন পরিকল্পনাই নাকি নেই তার।
ছবি সৌজন্যে- বলিউড বাবল