পরিচালক হোটেলের ঘরে নিয়ে যেতে চেয়েছিলেন, বিস্ফোরক বিদ্যা বালান
নিউজডেস্ক- সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ একটি অতি পরিচিত শব্দ। একাধিক অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেলরা বারবার কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলেছেন। তা নিয়ে সাময়িক বিতর্ক হলে ইন্ডাস্ট্রি থেকে কাস্টিং কাউচ শব্দটি চিরতরে সরানো যায়নি। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, কেরিয়ারের শুরু দিকে একদক্ষিণীপরিচালাকের সাথে দেখা করতে তিনি চেন্নাইয়ের একটি কফি শপে যান। কিন্তু ওই পরিচালক তাকে হোটেলের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপ্রকার বাধ্য হয়েই ওই পরিচালকের সাথে রুমে যান ‘দ্যা ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রী। তবে ওই রুমের দরজা খোলাই রাখেন বিদ্যা। আর তাতেই রেগে গিয়ে ওই পরিচালক পাঁচ মিনিটের মধ্যেই হোটেলের ঘর থেকে বেরিয়ে যান। যদিও সেই পরিচালকের নাম ওই সাক্ষাৎকারে জানাননি বিদ্যা।
