ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পালটে হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম
Read Time:1 Minute, 24 Second
নিউজডেস্ক- দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন হতে চলেছে। জনপ্রিয় এই স্টেডিয়ামের নতুন নাম হতে চলেছে অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লী ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। রাজনীতির পাশাপাশি ক্রিকেটের প্রতিও প্রবল আগ্রহ ছিল প্রয়াত জেটলির। দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলেছেন তিনি। একইসাথে সামলেছেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও দিল্লী ক্রিকেট বোর্ডের
প্রেসিডেন্টের দায়িত্ব। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের আধুনিকীকরণের পেছনেও সবথেকে বড় ভূমিকা ছিল জেটলির। তাই প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই এহেন সিদ্ধান্ত স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আগামী ১২ই সেপ্টেম্বর থেকে এই নতুন নাম কার্যকর হবে।
ছবি সৌজন্যে- দ্যা এশিয়ান এজ