ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনবেন বিধাননগরের নয়া মেয়র
Read Time:1 Minute, 0 Second
নিজস্ব প্রতিনিধি- পুরসভা নানান ধরনের পরিষেবা নিয়ে কলকাতাবাসীর অভাব অভিযোগ শুনতে সম্প্রতি ‘টক-টু মেয়র’ কর্মসূচী শুরু করেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। প্রতি বুধবার বিকেলে এক ঘণ্টা নগরবাসীর অভাব অভিযোগ শোনেন মেয়র। এবার সেই একই পথে হাঁটলেন বিধাননগর পৌরসভার নতুন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে ফোনের মাধ্যমে না, কৃষ্ণা পায়ে হেঁটে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্ত অভিযোগ শুনবেন। পাশাপাশি পুর পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে একটি জনসংযোগ সেল তৈরি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন বিধানগরের মেয়র।
ছবি সৌজন্যে- উইকিপিডিয়া কমনস