বিদেশ সফর থেকে ফিরেই প্রয়াত জেটলির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী
Read Time:1 Minute, 14 Second
ওয়েবডেস্ক- তিনটি দেশ সফর করে ফিরে এসেই প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাথে নিয়ে জেটলির দিল্লীর বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রয়াত নেতার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করে তাদেরকে সান্তনা দেন। প্রসঙ্গত শ্বাসকষ্টজনীত অসুখে আক্রান্ত হয়ে গত শনিবার দিল্লীর এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন জেটলি। প্রধানমন্ত্রী সেই সময় বিদেশে ছিলেন। আশা করা হয়েছিল, জেটলির মৃত্যুর খবর সফর রদ করে দেশে ফিরবেন মোদী। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে নির্ধারিত সফর শেষ হতেই দেশে ফিরেই সর্বপ্রথমে জেটলির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী।
ছবি সৌজন্যে- হিন্দুস্তান