টুইঙ্কলের নাভি দারুণ, রিভিউ পড়ে হতবাক নায়িকা
Read Time:1 Minute, 4 Second
ওয়েবডেস্ক- ‘শাহরুখ খান ভালো, তবে টুইঙ্কলের নাভি আরও ভালো’ একটি রিভিউতে এই লেখা পড়ে রীতিমতো হতবাক অক্ষয় ঘরণী। প্রসঙ্গত, আজ থেকে ঠিক কুড়ি বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ ও টুইঙ্কল অভিনীত বাদশা ছবিটি। ব্লকবাস্টার এই ছবিতে অনবদ্য অভিনয় করে আপামর সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন শাহরুখ ও টুইঙ্কল। আর বাদশার মুক্তির ঠিক কুড়ি বছরের দিনের সকালে এমন একটা রিভিউ পেয়ে তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টুইঙ্কল। ওই রিভিউতে লেখা রয়েছে, “শাহরুখ খান ভালো, তবে টুইঙ্কলের নাভি আরো ভালো”। যদিও এই রিভিউটি রসিকতার মেজাজেই গ্রহন করেছেন নায়িকা।
ছবি সৌজন্যে- টুইঙ্কল ইন্সটাগ্রাম