ব্যাঙ্কের ফিল্ড অফিসারকে মারধরের অভিযোগে কৈখালী থেকে গ্রেপ্তার এক ব্যাক্তি
নিউজডেস্ক- একটি বেসরকারি ব্যাংকের কাছে 42 লক্ষ 78 হাজার 95 টাকা ধার ছিল কৈখালীর বাসিন্দা আমিরুজ্জামানের। সেই ধার চাইতে গেলে ব্যাংকের ফিল্ড অফিসার কে মারধর করেন আমিরুজ্জামান। থেকেও আসলে তারা কি অবস্থা করা হবে হুমকি দেন তিনি। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ। তার বিরুদ্ধে 342, 323, 506, 379, 406 ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে কেডিট কার্ডের মাধ্যমে 42 লাখ 78 হাজার 95 টাকা আইসিআইসিআই ব্যাংকের কাছে আমিরুজ্জামান লোন নেন। বিবেক নামে ওই ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে ধার ফেরত চাইতে ফিল্ড অফিসার সন্তশ প্রসাদ এবং তার এক সহযোগী আমিরুজ্জামানের কাছে যান সন্তোষ প্রসাদ ও তার সহযোগী। তাদের লেকতাউনে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। সন্তোষ বাবুর আঘাতে গুরুতর ছিল যে তাকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হয় । এমনকি ফের ধার চাইতে এলে তাদেরও এরকম অবস্থা করে দেওয়া হবে হুমকি দেয় কাজী আমিরুজ্জামান। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে।