বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর টিএমসিপি’র আক্রমনের প্রতিবাদে বিক্ষোভ এবিভিপির

0 0
Read Time:4 Minute, 47 Second

বাজকুলঃ-সাধারণ ছাত্রছাত্রীদের উপর টিএমসিপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বাজকুলে এবিভিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হল বুধবার। এ দিন এবিভিপির তরফে কলেজ গেট থেকে একটি ধিক্ষার মিছিল পুরো বাজকুল বাজার পরিক্রমা করে কলেজের সামনে এসে শেষ হয়। এরপর বাজকুল কলেজ গেটের সামনে এগরা- বাজকুল রাজ্য সড়কের ধারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ দিন এবিভিপির তরফে দাবি করা হয় যে, কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল যে তৃতীয় সেমিস্টারের ফি কমাতে হবে।কলেজের অধ্যক্ষ্যের কাছে সাধারণ ছাত্রছাত্রীদের এটুকুই দাবি ছিল। কলেজের অধ্যক্ষ হয়ে ছাত্রছাত্রীদের কাছে উনি যে বক্তব্য পেশ করেছেন তা খুবই নিন্দনীয় ও লজ্জাজনক।তাই পূর্ব মেদিনীপুর জেলা এবিভিপির তরফে কলেজ গেটের সামনে ও বাজকুল বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। টিএমসিপির দ্বারা কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে আমরা তাদের পাশে রয়েছি।আমরা এই ঘটনার প্রতিবাদে আগামীদিনে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে যে ধরনের কোটি কোটি টাকার দূর্নীতি আমাদের কাছে আছে। কলেজে জোর করে টিএমসিপি ইউনিয়ন দখল করে আছে। বিগত তিন বছর ধরে কলেজে নির্বাচন হয়নি। তার উপর কলেজ ক্যাম্পাসের ভেতরে টিএমসির বহিরাগতদের উপদ্রব। তাই কলেজের ভেতর থেকে প্রিন্সিপালকে বহিরাগতদের বার করতে দিতে হবে। ইউনিয়ন রুম ও ইউনিয়ন ফি এবং বিশৃঙ্খলা প্রিন্সিপালকে বন্ধ করতে হবে।প্রসঙ্গত,মঙ্গলবার বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের BA/ B. sc/ Hons/pass কোর্সে ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা ৩-৪ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো পরও সুরাহা না পেয়ে এ দিন কলেজ গেটে অবরোধ ও বিক্ষোভ দেখায়। এমনকি তারা কলেজের সামনে বাজকুল-এগরা রাজ্য সড়ক অবরোধ করে।অভিযোগ,অবরোধ চলাকালীন টিএমসিপি’র বহিরাগত দুস্কৃতিরা সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর আক্রমন চালায়। তাদের লাঠি,বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বহু ছাত্র-ছাত্রীরা আহত হয়। গুরুতর জখম হয় কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র সুকান্ত বর্মন ও গৌতম মাইতি ও বরুণ দাস-সহ আরও ৫ জন। এদেরকে ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারপর আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্র সংগঠন AIDSO’র পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক বিশ্বজিৎ রায়।তিনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায়সংগত ও গণতান্ত্রিক আন্দোলনে TMCP’র ঘৃণ্য আক্রমণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বুধবার সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনের জন্য ছাত্র–ছাত্রী সহ সমস্ত জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু টিএমসিপির তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।টিএমসিপির নেতা রবিন মন্ডল জানিয়েছিলেন “সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ। এইরকম ঘটনার সঙ্গে আমাদের ছাত্র সংগঠনের কেউ জড়িত নেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!