নিয়ন্ত্রন হারিয়ে বাড়িতে ধাক্কা মারল ডাম্পার
Read Time:1 Minute, 5 Second
আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রন হারিয়ে একটি ডাম্পারের ধাক্কায় ব্যাপক খতিগ্রস্ত হল একটি বাড়ি । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮ টা নাগাদ মাদারিহাট- বীরপাড়া ব্লকের দলমোর চা বাগান এলাকায় । এই ঘটনায় ছুনু ঘিসিং নামে জনৈকার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ছোটাছুটি শুরু করে দেন বাড়িতে থাকা লোকজন।তবে, ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গেছে, এদিন সকালে বীরপাড়া লঙ্কাপাড়া রোড থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা দুর্ঘটনায় বাড়ি টির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।