প্রোমোটার ও কাউন্সিলার স্বামী ফসল নষ্ট করে জমির মালিককে মারধোর, স্থানীয়দের রাস্তা অবরোধ
Read Time:1 Minute, 7 Second
নিউজডেস্ক- গতকাল সকাল ১০ টা সকাল দশটা নাগাদ গাত ইছাপুরের এক জমির মালিক মারধোর করে ও তার জমির ফলস নষ্ট কেরে। গোবরডাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা দাস এর স্বামী অশোক দাস ও এলাকার এক জমি প্রোমোটার রমেশ দাস। তাকে কালকে গ্রামবাসীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ পুলিশ তাদের কিছু সময় পরে ছেড়ে দেয় এবং গ্রামবাসীদের অভিযোগ নিতে অস্বীকার করে। তার প্রতিবাদে আজ সকাল থেকে গাইঘাটা থানার ইছাপুর হাটখোলা বাজারে গাইঘাটা গোবরডাঙ্গা রোড অবরোধ করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি অবিলম্বে পুলিশের ক্ষমা চাইতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে। তা না হলে অবরোধ চলবে, এখনো চলছে।